প্রচ্ছদ ›› অপরাধ

ঈদে টিকিট কালোবাজারি করে আয় ১০-১২ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল ২০২২ ২০:৩৯:৩৭ | আপডেট: ৩ years আগে
ঈদে টিকিট কালোবাজারি করে আয় ১০-১২ লাখ টাকা

প্রতি ঈদে রেলওয়ের সার্ভার থেকে প্রায় দুই থেকে তিন হাজার টিকিট সরিয়ে নিতো সহজ ডটকমের সিস্টেম ইঞ্জিনিয়ার রেজাউল। পরে নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে কালোবাজারে বিক্রি করতো সেই টিকিট। এ থেকে প্রতি মৌসুমে তার আয় হতো ১০ থেকে ১২ লাখ টাকা।

শনিবার বিকেলে কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে এ কথা জানায় র‍্যাব।

র‍্যাব জানায়, গত ৬ বছর ধরে রেলের টিকেটিংয়ের সঙ্গে জড়িত ছিল রেজাউল করিম। পরবর্তীতে সহজকে টিকিট বিক্রির দায়িত্ব দিলে সেখানে যোগদান করে সে। অনলাইনে টিকিট না পাওয়ার অভিযোগের বিষয়ে তদন্তে নেমে রেজাউল ও তার সহযোগি সম্রাটকে আটক করে র‍্যাব।

জিজ্ঞাসাবাদে রেজাউল জানায়, টিকিট কালোবাজারি করে প্রতি বছর ১০ থেকে ১২ লাখ টাকা আয় করতো সে।

ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে কমলাপুর এলাকা থেকে সহজ-সিনেসিস-ভিনসেন জেভির সিস্টেম ইঞ্জিনিয়ার মো রেজাউল করিমকে আটক করে র‍্যাব।