প্রচ্ছদ ›› অপরাধ

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক
০৪ ফেব্রুয়ারি ২০২২ ১৫:১৪:০৭ | আপডেট: ৩ years আগে
উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ মোস্তাক (২৭) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে ৮-এপিবিএন।

শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে এ তথ্য জানায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে আটক করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী ময়নারঘোনা ক্যাম্পে অভিযান চালিয়ে ওই রোহিঙ্গাকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজসহ আটক করেছে ৮ এপিবিএন সদস্যরা। সে ক্যাম্প-১১ (ব্লক- বি/১৫) এর আজিম আলীর ছেলে।

৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন জানান, আটক মোস্তাকের বসতঘরে তল্লাশি করে তার বিছানার তোষকের ওপর বালিশের নিচ থেকে একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরী ওয়ান শুটার গান, যা লম্বায় এক ফুট এক ইঞ্চি এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামত জব্দপূর্বক আসামিকে আটক করে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা গেছে।