সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক পোস্ট শেয়ার দেওয়ার অভিযোগে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের ঝুমন দাশকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে আটকের পর টানা ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার সকালে ঝুমন দাসের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম।
তিনি জানান, সম্প্রতি ঝুমন দাশ মসজিদের দানবাক্স নিয়ে ফেসবুকে একটি উসকানিমূলক পোস্ট শেয়ার দেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে গত বছরের ১৫ মার্চ সুনামগঞ্জের দিরাইয়ে শানে রিসালাত নামে এক সমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম। সেখানে হেফাজত নেতা মামুনুল হকের ভাস্কর্যবিরোধী বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঝুমন দাশ সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত পোস্ট দেন বলে অভিযোগ ওঠে।
পোস্টটি আপত্তিকর জানিয়ে পরদিন এর প্রতিবাদে সমাবেশ করে হেফাজত। ওই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
পরে ১৬ মার্চ রাতে ঝুমন দাশকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল করিম বাদী হয়ে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান ঝুমন দাশ।