প্রতারণার অভিযোগ ইরো নামের একটি ফ্যাশন হাউজকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ক্রেতা টানতে ৫০ শতাংশ ছাড়ের অফার ও এক পাঞ্জাবিতে বিভিন্ন দাম সম্বলিত তিন ধরণের স্টিকার দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠে ফ্যাশন হাউজটির বিরুদ্ধে।
গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে এই ফ্যাশন হাউজের একটি দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিযানের ছবিসহ একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুর জব্বার মণ্ডল।
সেখানে তিনি লেখেন, ৫০ শতাংশ ছাড় এবং অভিনব প্রতারণা! পাঞ্জাবির স্টিকারে লেখা- এমআরপি ২ হাজার ৪৯০ টাকা এবং ৫০ শতাংশ ছাড়। সেই স্টিকারের নিচে আরেকটি স্টিকারে লেখা ১ হাজার ৭৯০ টাকা এবং এর নিচে আরেকটি স্টিকার সেখানে লেখা ১ হাজার ১৯০ টাকা! তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় এলিফ্যান্ট রোডের ইরো প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।