এবার রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর বাজারের দুইটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ২৭ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে পুলিশ। এর মধ্যে সোয়াবিন তেল প্রায় ২০ হাজার লিটার। আর সরিষার তেল প্রায় ৭ হাজার লিটার।
অভিযানে ওই তেল জব্দ করার পর গ্রেপ্তার করা হয় তেলের মজুদদার মালিককে। গ্রেপ্তার শহিদুল ইসলাম স্বপন চেওখালি গ্রামের ইসমাইল সাজির ছেলে। তিনি বসবাস করেন ওই গোডাউনের পাশেই। এসময় পরিবেশ আঁচ করে স্বপনের বড় ভাই রফিকুল ইসলাম পালিয়ে যায়।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করে জানান,সোমবার রাত সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত পুলিশ ওই অভিযান চালায়। জব্দ তেলের মধ্যে ১৯ হাজার ১৭৬ লিটার সোয়াবিন ও ৭ হাজার ৫৪৮ লিটার সরিষার তেল রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাহেরপুর বাজারে একটি সরকারি গোডাউন রয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা সেটি ভাড়া নিয়ে ব্যবহার করে। ওই গোডাউনে টিসিবির পণ্য থাকতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় সেখানে ১০০ ড্রাম তেল পাওয়া যায়।
পুলিশ কর্মকর্তা আরও জানান, ওই ১০০ ড্রাম তেলের মধ্যে ৬৩ ড্রামে রয়েছে সোয়াবিন তেল। প্রতি ড্রামে তেল রয়েছে ২০৪ লিটার। সে হিসেবে সোয়াবিন তেল রয়েছে ১২ হাজার ৮৫২ লিটার। আর বাকি ৩৭ ড্রামে রয়েছে ৭ হাজার ৫৪৮ লিটার সরিষার তেল।
তিনি জানান, অভিযানের পর স্বপনের বড় ভাই রফিকুল ইসলামের আরেকটি গোডাউনে আরও ৩১ ড্রাম সোয়াবিন তেল পাওয়া যায়। সেখানে রয়েছে ৬ হাজার ৩২৪ লিটার সয়াবিন তেল। এ নিয়ে দুই গোডাউনে সয়াবিন তেল পাওয়া গেছে ১৯ হাজার ১৭৬ লিটার।
অভিযান শেষে ওই দুই গোডাউন সিলগালা করে দেয়া হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।
অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, পুঠিয়া সার্কেল সহকারি পুলিশ সুপার অলক বিশ্বাস, বাগমারা থানার ওসি মোস্তাক আহমেদ ও তাহেরপুর তদন্ত কেন্দ্রের ইনর্চাজ এসআই দিদারুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে ঢাকা ও চট্টগ্রামের একাধিক স্থানে অভিযান চালিয়ে মজুদ করে রাখা বিপুল পরিমাণ সয়াবিন তেলসহ অন্যান্য তেল উদ্ধার করা হয়।