প্রচ্ছদ ›› অপরাধ

কাউন্সিলর মতি ও তার স্ত্রীর বিরুদ্ধে ১৯ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০২২ ১৬:১৫:৪৭ | আপডেট: ২ years আগে
কাউন্সিলর মতি ও তার স্ত্রীর বিরুদ্ধে ১৯ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান (মতি) ও তার স্ত্রী রোকেয়া রহমানের বিরুদ্ধে ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকসূত্রে এ তথ্য জানা যায়।

দুদকের তদন্তে দেখা যায়, মতিউর রহমান মতির স্থাবর সম্পদ ১১ কোটি ৩৫ লাখ ৬৭ হাজার ২৮৩ টাকা এবং অস্থাবর সম্পদ পাওয়া যায় ৩ কোটি ৯৭ লাখ ৪০ হাজার ৮০৩ টাকা। মোট ১৫ কোটি ৩৩ লাখ ৮ হাজার ৮৬ টাকার সম্পদের মধ্যে গোপনকৃত সম্পদের পরিমাণ ৬ কোটি ৬২ লাখ ৮২ হাজার ৭৫৩ টাকা। এছাড়াও ১১ কোটি ৩৫ লাখ ৬৭ হাজার ২৮৩ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে বেশকিছু অসংগতিপূর্ন সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। বিভিন্ন ব্যাংকে ৭৪ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ১১৩ টাকা জমা করে পরবর্তীতে ৭৪ কোটি ১৩ লাখ ৮৮ হাজার ৬৮৮ টাকা উত্তোলনের তথ্য পাওয়া যায়।

দুদকের তদন্তে মতির স্ত্রী রোকেয়া রহমানের মোট স্থাবর সম্পদ পাওয়া যায় ৫ কোটি ৯২ লাখ ৪৭ হাজার ৩৮৭ টাকা। আর অস্থাবর সম্পদের মধ্যে আয়কর বিভাগে বিশেষ সুবিধায় বৈধ করেছেন ২ কোটি ২২ লাখ ৩৮ হাজার ৫৩২ টাকা ও অন্যান্যভাবে ২০ লাখ ২০ হাজার ৮০০ টাকা পাওয়া যায়। 

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, রোকেয়া রহমানের দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২ কোটি ৪২ লাখ ৫৯ হাজার ৩৩২ টাকার সম্পদের তথ্য/হিসাব প্রদর্শন করা হয়নি। এছাড়াও মিথ্যা তথ্য সম্বলিত সম্পদ বিবরণী দাখিলসহ ৮ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ৯১৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। বিভিন্ন ব্যাংকে বিভিন্ন প্রক্রিয়ায় ১ কোটি ৭৬ লাখ ১৬ হাজার ৯৪ টাকা জমা করে তা থেকে পরবর্তীতে ১ কোটি ৭৫ লাখ ২৭ হাজার ৯৮ টাকা উত্তোলন সংক্রান্ত তথ্য পাওয়া যায়।