বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গহীন অরণ্যে র্যাবের সন্ত্রাসবিরোধী অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ চারজন সন্ত্রাসীকে গ্রেপ্তার হয়েছে।
নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন বনে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাবের গণমাধ্যম শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া চারজনই রোহিঙ্গা নাগরিক।
আটকৃতরা হলেন- মোহাম্মদ নূর, নাজিম উল্লাহ, মোহাম্মদ আমান উল্লাহ ও খায়রুল আমিন। তাদের প্রত্যেকের অস্থায়ী বসবাস উখিয়ার রোহিঙ্গা শিবিরে।
কক্সবাজারে দায়িত্বরত র্যাব-১৫ এর অধিনায়ক খাইরুল ইসলাম গণমাধ্যমকে জানান, রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছ থেকে দেশি-বিদেশি ৮টি অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি বলেন, শুক্রবার ভোররাতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন অরণ্যে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযানে যায় র্যাব। এসময় চার সন্ত্রাসী ও মাটিতে পুতে রাখা দুইটি বিদেশি পিস্তল ও ৬ টি দেশি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।