নওগাঁর ধামুরহাট সীমান্তে বস্তাপুরের শাখাহাটি এলাকায় চোরাকারবারিরদের ছুরিকাঘাতে বিজিবি সদস্যসহ দুই জন আহত হয়েছেন।
আহত হয়েছেন, বস্তাপুর ক্যাম্পের নায়েক সুবেদার মজিবর হোসেন জখম হয়েছেন। তাকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তারেক নামে আরেকজজনকে পত্নীতলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, বস্তাপুর ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার মজিবর হোসেন শাখাহাটি বাজার এলাকায় টহল দেন। আনুমানিক রাত ৩টার দিকে চোরাকারবারির সক্রিয় একটি দল বিজিবির নায়েক সুবেদার মজিবর হোসেন ও সোর্স তারক রহমানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়।
বিষয়টি জানাজানি হলে ১৪ বিজিবি ব্যাটালিয়ন গুরুতর জখম সুবেদার মজিবর হোসেনকে হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়।
১৪ বিজিবি র অধিনায়ক মো. হামিদ উদ্দিন জানান, ‘আমরা সম্পূর্ণ ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। এখন সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’