সাততলা ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ শাহজালাল বাদলের প্রথম স্ত্রী সাদিয়া নিঝু।
রোববার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বালুরমাঠের বহুতল ভবনটিতে মায়ের সঙ্গে থাকতেন সাদিয়া নিঝু। তার মায়ের মালিকানাধীন নিঝু বিউটি পার্লার ওই ভবনের তৃতীয় তলায়। সাত তলা ভবনের ছাদের পেছনের অংশ থেকে পড়ে যান নিঝু। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে মর্গে আছে বলে জানিয়েছেন জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে কীভাবে ভবনের ছাদ থেকে নিঝু পড়ে গেলেন, তা বলতে পারেনি পুলিশ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, হাসপাতালে এক নারীর মরদেহ আছে। তিনি আত্মহত্যা করেছেন বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে। পুলিশ পাঠানো হয়েছে, প্রাথমিক তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
এই বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল বাদলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তবে বাদলের চাচা ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূরউদ্দিন মিয়া দাবি করেন, ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার করেছেন নিঝু।
উল্লেখ্য, গত বছর ৮ ফেব্রুয়ারি নিজ বাসায় সাংবাদিকদের ডেকে কাউন্সিলর বাদলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন নিঝু। তার অভিযোগ ছিল প্রথম স্ত্রীকে তার অধিকার থেকে বঞ্চিত করে দ্বিতীয় বিবাহ করেছেন কাউন্সিলর শাহজালাল বাদল।
ওই সময় নিঝু অভিযোগ করেন, ‘২০০৭ সালে আমাদের বিয়ে হয়। আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন)-এর মাধ্যমে একটি সন্তানও জন্ম হয়েছে। সম্প্রতি আমাকে না জানিয়ে বাদল দ্বিতীয় বিয়ে করেছে। এতদিন ধরে সে আমাকে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করছে। সে আমার অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করেছে। আমার বাচ্চাটা খুব অসহায়। সে আমার ভরণপোষণের দায়িত্ব নিতে চায় না।’
কাউন্সিলর শাহজালাল বাদল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। তিনি নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের ভাতিজা। সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়কও ছিলেন বাদল।