প্রচ্ছদ ›› অপরাধ

জাফলংয়ে পর্যটকদের ওপর হামলা, আটক ৫

নিজস্ব প্রতিবেদক
০৬ মে ২০২২ ০৯:৩২:৪৪ | আপডেট: ৩ years আগে
জাফলংয়ে পর্যটকদের ওপর হামলা, আটক ৫

সিলেটের প্রধান পর্যটন এলাকা জাফলংয়ে পর্যটকদের উপর হামলা চালিয়েছে স্বেচ্ছাসেবকরা। এতে নারী শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে আটক করেছে পুলিশ।

আটকদের মধ্যে- উপজেলার পন্নগ্রামের মৃত রাখাল চন্দ্র দাসের ছেলে লক্ষ্মণ চন্দ্র দাস (২১) ও একই উপজেলার ইসলামপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সেলিম আহমেদ (২০)। বাকি ৩ জনের নাম পরিচয় এখনও জানা যায়নি।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জাফলং পর্যটন কেন্দ্রে টিকিট কেনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

আটকের বিষয়টি দ্য বিজনেস পোস্ট’কে নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, পর্যটকদের ওপর হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে মূল হোতাসহ ৫জনকে আটক করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত আরও ৬ থেকে ৭ জনকে আটকের চেষ্টা চলছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তাহমিলুর রহমান বলেন, পর্যটকদের ওই দলটি টিকিট ছাড়া জাফলং এলাকায় ঢুকতে চাইলে টিকিট কাউন্টারে থাকা স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বেচ্ছাসেবকরা পর্যটকদের ওপর হামলা চালায়। যেহেতু হামলাকারীরা আমাদের নিয়োজিত স্বেচ্ছাসেবক, তাই আমরা দায় নিচ্ছি। স্থানীয় পুলিশকে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলেছি।