প্রচ্ছদ ›› অপরাধ

টয়লেটে ৪ কেজি স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২২ ১২:১৫:৪১ | আপডেট: ৩ years আগে
টয়লেটে ৪ কেজি স্বর্ণ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৪৬টি পরিত্যক্ত স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা দল।

বুধবার সকাল পৌনে ৯টার দিকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, বুধবার সংস্থাটির মহাপরিচালকের কাছে গোপন সংবাদ আসে যে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান হতে পারে। মহাপরিচালকের নির্দেশনায় যুগ্ম-পরিচালক-২ এবং শিফট ইনচার্জ উপ-পরিচালক মোঃ শাকিল খন্দকার-এর নেতৃত্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এ-শিফটের কাস্টমস গোয়েন্দা দল অভিযান চালায়। এ সময় এয়ারপোর্টের ওয়াশরুমের ময়লার ঝুড়িতে পরিত্যাক্ত অবস্থায় স্কচটেপ মোড়ানো ২ বান্ডেল ৪৬ পিস (৫.৩৫৯কেজি) স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩.৭৫ কোটি টাকা।

অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণবারগুলো এনে এয়ারপোর্টের বাইরে নিয়ে চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছে।এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।