রাজধানীর উত্তরায় বেসরকারি ব্যাংক ডাচ-বাংলার সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন মূল পরিকল্পনাকারী আকাশ আহম্মেদ বাবুল।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম আসামির জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
১০ দিনের রিমান্ড শেষে বাবুল দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিতে রাজি হন। পরে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক সাজু মিয়া জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। তুরাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক লিয়াকত আলী এ তথ্য জানান।
গত ১৫ মার্চ আকাশ আহম্মেদ বাবুলের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ২১ মার্চ তাকে আরও পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়।
এর আগে এ মামলায় কয়েকজন আসামি দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।
মামলা থেকে জানা গেছে, ৯ মার্চ একটি সিকিউরিটি কোম্পানি ১১ কোটি ২৫ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাচ্ছিল। রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ওইদিন রাতে মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে তুরাগ থানায় মামলা দায়ের করেন।