বাংলাদেশি পর্যটক ও শ্রমিকদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে বাংলাদেশে মালয়েশিয়ান হাইকমিশনে কর্মরত দুই অভিবাসন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)।
এমএসিসির প্রধান কমিশনার আজম বাকির বরাত দিয়ে ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, দুইজনকে-একজন পুরুষ এবং একজন মহিলাকে রিমান্ডে রাখা হয়েছে।
মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের ঢাকায় মালয়েশিয়ান হাইকমিশনের ইমিগ্রেশন অ্যাটাচে অফিসে অস্থায়ীভাবে কাজ করার জন্য নিযুক্ত করা হয়েছিল।
একটি টুইটার পোস্টে্র উইসমা পুত্র (মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়) বলেছেন যে এটি তার মন্ত্রণালয়ের অধীনস্থ বেসামরিক কর্মচারীদের এবং বিদেশে মালয়েশিয়ার কূটনৈতিক মিশনে কর্মরতদের সততার প্রতি গভীর মনোযোগ দিয়েছে।
এতে আরও বলা হয়, ঢাকায় মালয়েশিয়ান হাইকমিশন এবং মন্ত্রণালয় এমএসিসিকে তদন্তে তাদের পূর্ণ সহযোগিতা দেবে।