প্রচ্ছদ ›› অপরাধ

ঢামেকে সাজাপ্রাপ্ত দুই কারাবন্দীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
০৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫৪:১১ | আপডেট: ১ year আগে
ঢামেকে সাজাপ্রাপ্ত দুই কারাবন্দীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাজাপ্রাপ্ত দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মারা যান হাজী মো. হারুন (৬৫)। অন্যদিকে মোহসিন (৪০) মারা যান গতকাল মঙ্গলবার রাত ১০টা ৫০মিনিটে।

কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় অসুস্থ অবস্থায় হারুনকে ঢামেক হাসপাতালে আনেন কারারক্ষী মোহাম্মদ আলী। আর গতকাল মঙ্গলবার রাতে বন্দী মোহসিনকে কারারক্ষী আল-আমীনসহ কয়েকজন ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

করসূত্র জানিয়েছেন, দুই জনই সাজাপ্রাপ্ত আসামি ছিলেন, তবে কী মামলায় বন্দী ছিলেন তাৎক্ষণিক জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢামেক মর্গে রাখা হয়েছে।