প্রচ্ছদ ›› অপরাধ

ধানমন্ডি লেক থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
০৩ জুন ২০২৩ ১২:০৭:২৭ | আপডেট: ২ years আগে
ধানমন্ডি লেক থেকে কিশোরের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডি এলাকার একটি লেক থেকে শনিবার ১২ বছরের অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ বিন কাশেম জানান, স্থানীয় লোকজন ৭ নম্বর সড়কের পাশে লেকে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল সকাল ৭টার দিকে লাশ উদ্ধার করে।

তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লেকের কাছে কালো শার্ট ও এক জোড়া জুতা পাওয়ায় ছেলেটি হয়তো লেকে গোসল করতে গিয়েছিল বলে সন্দেহ করছে পুলিশ।

ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান এসআই কাশেম।