প্রচ্ছদ ›› অপরাধ

নকল স্বর্ণের মূর্তি দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
২৫ মে ২০২২ ১৭:১৮:১২ | আপডেট: ৩ years আগে
নকল স্বর্ণের মূর্তি দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

বগুড়ার কাহালুতে নকল স্বর্ণের মূর্তি দিয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার র‌্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন ।

তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাবানপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা- সাবানপুর গ্রামের আনিসারের স্ত্রী ফরিদা পারভীন (৩৫) এবং গাইবান্ধা জেলার সাঘাট উপজেলার চিনের পুটুল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল জব্বার(৫৫)।

নজরুল ইসলাম জানান, কাহালুতে নকল স্বর্ণের মূর্তি নিয়ে প্রতারণা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাবানপুর গ্রাম থেকে নকল স্বর্ণের মূর্তিসহ ফরিদা ও জব্বারকে গ্রেপ্তার করে কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে।