প্রচ্ছদ ›› অপরাধ

নাদিম হত্যা: ঢাকায় আনা হচ্ছে চেয়ারম্যান বাবুকে

নিজস্ব প্রতিবেদক
১৭ জুন ২০২৩ ১৭:৩৩:২৩ | আপডেট: ২ years আগে
নাদিম হত্যা: ঢাকায় আনা হচ্ছে চেয়ারম্যান বাবুকে
ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যায় আাটক হওয়া সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে ঢাকায় নিয়ে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তাকে মাইক্রোবাসে করে ঢাকায় আনা হচ্ছে।

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, চেয়ারম্যানকে মাইক্রোবাসে করে ঢাকায় আনা হচ্ছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানানো হবে।

পঞ্চগড়ের দেবীগগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাহমুদুল আলম বাবুকে আটক করেছে র‌্যাব। আজ শনিবার সকাল ৭টার দিকে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ সংবাদমাধ্যমকে বলেন, ‘আজ সকাল ৭টার দিকে তাকে ধরে নিয়ে যায় র‌্যাব, সিভিল টিম এবং পুলিশ। তার বাড়ি তো জামালপুর, এখানে তিনি বোনের বাড়িতে অবস্থান করছিলেন।’

এদিকে, মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে হত্যা মামলা করেছেন নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম। মামলায় বাবুর ছেলেসহ ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। আজ শনিবার দুপুরে বকশীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন মনিরা। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার চেয়ারম্যান বাবুকে আওয়ামী লীগ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, গত বুধবার অফিসের কাজ শেষে রাত ১০টায় মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। পথে বকশীগঞ্জ পাটহাটি মোড়ে ৮-১০ জনের একটি সন্ত্রাসী দল তার মোটরসাইকেলের গতিরোধ করে এবং তাকে টেনেহিঁচড়ে রাস্তার ওপারে নিয়ে বেধড়ক মারধর করে অজ্ঞান অবস্থায় ফেলে যায়।

পরে নাদিমকে উদ্ধার করে স্থানীয়রা তাকে বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতাল রেফার করেন। অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।