প্রচ্ছদ ›› অপরাধ

নাশকতার অভিযোগে এখন পর্যন্ত ৫৬২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০২৩ ০৯:২৪:৫৯ | আপডেট: ৯ মাস আগে
নাশকতার অভিযোগে এখন পর্যন্ত ৫৬২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে সোমবার দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতা-কর্মীসহ মোট ৪০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার র‍্যাব সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে মোট ৫৬২ জনকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স।

সহিংসতা ও নাশকতা প্রতিরোধ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে রাজধানীতে মোট ১৪৫টি ও সারা দেশে ৪ শতাধিক র‍্যাবের টহল দল মোতায়েন করা হয়।

এছাড়াও, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র‍্যাবের শক্তিশালী টহল দল মোতায়েন করা হয়।