রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় হত্যা, বিস্ফোরক এবং পুলিশের ওপর হামলার অভিযোগে তিনটি মামলা করেছে পুলিশ। এতে নিউমার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ প্রায় ১২০০ জনকে আসামি করা হয়েছে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কাইয়ুম বৃহস্পতিবার দ্য বিজনেস পোস্ট’কে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় বিস্ফোরক আইন, হত্যা এবং পুলিশের ওপর হামলার অভিযোগে অজ্ঞাত হিসেবে ব্যবসায়ী ও কর্মচারী এবং ঢাকা কলেজের প্রায় ১২০০ জনকে আসামি করা হয়েছে। এই তিনটি মামালার বাদী নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ও পরিদর্শক (তদন্ত) ইয়ামিন কবির।
গত সোমবার রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। এতে দফায় দফায় ইট-পাটকেল ছোড়াছুড়ি, দফায় দফায় সংঘর্ষ, দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও পুলিশের টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এরপর বুধবার পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর দোকান খোলার তোড়জোর শুরু হলে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেয়। পরে বিকালে ঢাকা কলেজের সামনে কয়েকেটি ককটেল বিস্ফোরণের পর ওই এলাকার দোকান-পাট বন্ধ হয়ে যায় এবং সাময়িক যান চলাচল বন্ধ ছিলো।
সংঘর্ষের ঘটনায় আহত নাহিদ (১৮) এবং মোরসালিন (২৬) নামের দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ সময় একাধিক শিক্ষার্থী, ব্যবসায়ী ও পুলিশ আহত হয়।