প্রচ্ছদ ›› অপরাধ

পুলিশ-শ্রমিক সংঘর্ষে রণক্ষেত্র গাজীপুর, পিকআপে আগুন

গাজীপুর প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৩ ১৭:৩০:২০ | আপডেট: ১ year আগে
পুলিশ-শ্রমিক সংঘর্ষে রণক্ষেত্র গাজীপুর, পিকআপে আগুন

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে টানা ৬ষ্ঠ দিনের মতো সোমবারও আন্দোলনে নামে শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধরা মহাসড়কে চলাচলকারী একটি পিকআপ ভ্যানে আগুন দেয়।

জানা গেছে, বেতন বাড়ানোর দাবিতে সোমবার সকাল ৯টা থেকে ভোগড়া বাইপাসের আশপাশের এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলনে নামে। এ সময় কয়েকটি কারখানায় ভাঙচুর চালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

এ সময় উত্তেজিত শ্রমিকরা একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ রোডে সব প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশারাফ বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি।