প্রচ্ছদ ›› অপরাধ

ফরিদপুরে ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৪৯:০৮ | আপডেট: ৩ years আগে
ফরিদপুরে ব্যবসায়ীর লাশ উদ্ধার

ফরিদপুরের চরভদ্রাসনে আতাউর রহমান (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে উপজেলার তেলিডাঙ্গী গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তি একই গ্রামের শেখ হোসনের ছেলে। তিনি স্থানীয় একটি বাজারে স্টিলের মালামালের ব্যবসা করতেন।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।