রাজধানীর বনানীর ১১ নম্বর রোডের একটি বিলাসবহুল ফ্লাটে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মিলেছে বিভিন্ন রকমের মূর্তি।
রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার বনানীর ১১ রোডের একটি বাসায় এই অভিযান পরিচালনা করে অধিদপ্তর।
এ সময় বিপুল পরিমাণে বিদেশি মদ, এমডিএমএ, সিন্থেটিক গাঁজা এবং বিভিন্ন রকমের মূর্তি উদ্ধার করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, ‘আমাদের অভিযান চলমান রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’