প্রচ্ছদ ›› অপরাধ

বনানীর অভিজাত ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযানে মিললো মূর্তি

নিজস্ব প্রতিবেদক
০৪ সেপ্টেম্বর ২০২২ ১৯:৪০:১০ | আপডেট: ২ years আগে
বনানীর অভিজাত ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযানে মিললো মূর্তি

রাজধানীর বনানীর ১১ নম্বর রোডের একটি বিলাসবহুল ফ্লাটে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মিলেছে বিভিন্ন রকমের মূর্তি।

রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার বনানীর ১১ রোডের একটি বাসায় এই অভিযান পরিচালনা করে অধিদপ্তর।

এ সময় বিপুল পরিমাণে বিদেশি মদ, এমডিএমএ, সিন্থেটিক গাঁজা এবং বিভিন্ন রকমের মূর্তি উদ্ধার করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, ‘আমাদের অভিযান চলমান রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’