প্রচ্ছদ ›› অপরাধ

বাউল বেশে ৭ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল ‘সিরিয়াল কিলার’ হেলাল

নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারি ২০২২ ১৮:২৯:০৬ | আপডেট: ৩ years আগে
বাউল বেশে ৭ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল ‘সিরিয়াল কিলার’ হেলাল

কখনো বাউল, কখনো ফকিরের ছদ্মবেশে সাত বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল ‘সিরিয়াল কিলার’ হেলাল। তাকে বুধবার রাতে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

গ্রেপ্তার মো. হেলাল হোসেন ওরফে বাউল সেলিম ওরফে সেলিম ফকির ওরফে খুনি হেলালের বাড়ি বগুড়া জেলায়।

র‌্যাব সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৩ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে ‘ভাঙা তরী ছেঁড়া পাল’ গানের বাউল মডেল হেলাল জানান, তিনি বগুড়ায় একটি হত্যা মামলাসহ একাধিক হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। তিনি সাজা থেকে বাঁচতে গত সাত বছর ধরে বিভিন্ন রেলস্টেশন ও মাজারে অবস্থান করে আসছিলেন। রেলস্টেশনে লোকগান গেয়ে জীবিকা নির্বাহ করতেন।

আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।