রাজধানীর ফকিরাপুলে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।
বুধবার বিকেলে বিএনপির মিছিল থেকে এ হামলা হয় বলে অভিযোগ করেন সাবেক বিচারপতি মানিক।
এই হামলার জন্য বিএনপিকে দায়ী করেছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘বিএনপির মিছিল থেকে আমার ওপর হামলা হয়েছে। আমার গাড়ি ভাঙচুর করা হয়। এ ছাড়া আমাকে, গাড়ির ড্রাইভার ও গানম্যানকে কিল-ঘুষিসহ মারধরও করেছে।’
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, ‘ঘটনাটি পুলিশ হাসপাতালের সামনে ঘটেছে বলে জেনেছি। গাড়ির ড্রাইভার ও গানম্যানকে আসতে বলা হয়েছে। অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’
বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল।