প্রচ্ছদ ›› অপরাধ

বেনাপোলে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত

টিবিপি ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৪ ১৬:৫৮:৪৮ | আপডেট: ১ year আগে
বেনাপোলে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত

যশোরে বেনাপোলে ধান্যখোলায় গরু চোরাকারবারীদের ধাওয়া দিয়ে আটক করতে গিয়ে রইশুদ্দীন নামে এক বিজিবি সদস্য বিএসএফের গুলিতে নিহত হয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বেনাপোলের ধান্যখোলা বিজিবির জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

মঙ্গলবার যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ জামিলের সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ধান্যখোলা বিজিবির জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় ভারত থেকে একদল গরু চোরাকারবারীদের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে আসতে দেখলে দায়িত্বরত বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় বিজিবি টহল দলের সদস্য সিপাহী মোহাম্মদ রইশুদ্দীন চোরাকারবারীদের পেছনে ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে পড়ে।

প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া না গেলেও পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে জানা যায় সে বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের অভ্যন্তরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞপ্তিতে ঘটনার পরপরই এ বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয় এবং জানা যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে বিএসএফকে বিষয়টির ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি জানানোর পাশাপাশি কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে। এছাড়াও লাশ বাংলাদেশে দ্রুত ফেরত আনার বিষয়ে সব পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।