রাজশাহীতে এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণের চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপশহর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ওই ব্যাংক কর্মকর্তা মারুফ হাসান (৪০) বোয়ালিয়া থানায় তিনজনের নাম উল্লেখ করে আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে অভিযুক্ত দুইজনকে আদালতে পাঠিয়েছে বোয়ালিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহীর পবা থানার বেতকুড়ি গ্রামের গোলাম মর্তুজার ছেলে মাবুদ সরকার অনিক (২৩) ও বোয়ালিয়া থানার বোসপাড়া এলাকার সেলিম আমজাদের ছেলে সাকিবুল ইসলাম স্বাধীন (২১)।
রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, অপহরণের চেষ্টার শিকার মারুফ হোসেন প্রাইম ব্যাংকের ময়মনসিংহ সদর শাখায় সিনিয়র অফিসার। তার বাড়ি রাজশাহী জেলার বাগমারা উপজেলার মুগাইপাড়া গ্রামে। তিনি মহানগরীর উপশহর এলাকার ১ নম্বর সেক্টরে থাকেন। ছুটি শেষে বাড়ি আসার পর এই ঘটনার শিকার হন। ঘটনার পর তিনি থানায় মামলা করেছেন।
তিনি আরও জানান, মামলায় ওই ব্যাংক কর্মকর্তা তাকে অপহরণের চেষ্টা এবং ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করলেও অন্যরা পালিয়ে যান। পালাতকদের পরিচয় জানার চেষ্টা চলছে।