রাজধানীর বেইলি রোডে ট্রাকচাপায় নুর আলম নামে এক ভ্যানচালক নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক মো. জসিম উদ্দিনকে চট্টগ্রাম জেলার চাঁদগাও এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির লিগ্যাল মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন খান।
তিনি জানান, র্যাব-৩ এবং র্যাব-৭ এর যৌথ অভিযানে বুধবার চট্টগ্রাম জেলার চাঁদগাও এলাকা থেকে ট্রাক চালক মো. জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
গত ২৪ জানুয়ারি রাজধানীর বেইলি রোডে ভোর ৫টা ৩০মিনিটের দিকে একটি সিমেন্ট কোম্পানীর ট্রাক বেপরোয়া গতিতে চালানোর কারণে ডিম বহনকারী দুটি ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে প্রথম ভ্যান চালক তুহিন রাস্তায় ছিটকে পড়ে গিয়ে আহত হয় এবং দ্বিতীয় ভ্যানের চালক নূর আলম ট্রাকের নিচে চাপা পড়ে।
এসময় ভ্যান দুটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূর আলমকে মৃত ঘোষণা করেন। চিকিৎসা শেষে তুহিনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
খন্দকার আল মঈন বলেন, এ দুর্ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা সড়ক ও পরিবহন আইন, ২০১৮ এর ৯৮ ও ১০৫ ধারায় রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, নিহত নূর আলম পেশায় একজন ভ্যান চালক। তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায়। ঢাকার তেজগাঁও রেলস্টেশনের পাশে স্বপরিবারে ছোট একটি রুম ভাড়া নিয়ে সে বসবাস করতো। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সে দৈনিক ভিত্তিতে তেজগাঁওয়ের একটি ডিমের আড়তের ভ্যান চালক হিসেবে কাজ করতো। সে প্রতিদিন ভোরে আড়ত থেকে ডিম নিয়ে ভ্যানে করে দোকানে দোকানে ডিম সরবরাহ করতো।
জানা যায়, ঘটনার দিন রাজধানীর তেজগাঁও আড়ত থেকে ডিম নিয়ে জিনজিরায় বিভিন্ন দোকানে সরবরাহের জন্য যাচ্ছিলেন।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত জসিম এ ঘটনায় তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।
জসিম জানান, সে প্রায় ১০ বছর ধরে গাবতলীর ট্রাক স্ট্যান্ড হতে বিভিন্ন স্থানে ইট,বালু বহনকারী ট্রাক চালাতো। সে চলতি মাসের প্রথম দিকে ওই সিমেন্ট কোম্পানীতে মাসিক ৮ হাজার টাকা বেতনে ট্রাক চালক হিসেবে কাজ শুরু করেন। ২৩ জানুয়ারি রাত ৯ টার দিকে সিমেন্ট ভর্তি ট্রাকটি নিয়ে মুন্সিগঞ্জ হতে রাজধানীর উত্তরার উদ্দেশ্য রওনা দেয়। ট্রাক থেকে সিমেন্ট নামিয়ে গত ২৪ জানুয়ারি রাত ৪টার দিকে রাজধানীর উত্তরা হতে মুন্সিগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে ভোর ৫টা ৩০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে সামনে থাকা দুইটি ডিম বোঝাই ভ্যানগাড়িসহ চালকদের পিছন থেকে ধাক্কা দেয়।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, জসিম আরও জানায়, দূর্ঘটনার পর সে ট্রাকটি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে তার সিমেন্ট কোম্পানীর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। পরবর্তীতে তার প্রতিষ্ঠান তাকে আত্মগোপনে থাকার পরামর্শ দিলে সে চট্টগ্রামে অবস্থানরত এক বন্ধুর বাসায় আত্মগোপন করে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন বলে জানান তিনি।