প্রচ্ছদ ›› অপরাধ

মালিবাগ ফ্লাইওভার থেকে পড়ে তরুণীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
০৯ অক্টোবর ২০২৩ ১৫:৫৯:১২ | আপডেট: ১ year আগে
মালিবাগ ফ্লাইওভার থেকে পড়ে তরুণীর মৃত্যু

রাজধানীর রমনা থানাধীন মালিবাগ ফ্লাইওভার ব্রিজের ওপর থেকে পড়ে সাহিদা ইসলাম মীম (২১) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে রমনা থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

হাতিরঝিল থানার পশ্চিম রামপুরার বাগিচারটেকের মৃত শেখ আবু সাঈদ ও আজিমুন ইসলাম নাজমার মেয়ে সাহিদা। বর্তমানে হাতিরঝিল থানার ওমর আলী লেনের হোপ কুঞ্জতে থাকতেন।

সুরতহাল প্রতিবেদন তৈরি করেন থানার উপ-পরিদর্শক (এসআই) আমেনা খানম। তিনি সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেছেন, মৃত্যুর পূর্বে ধর্ষণের শিকার হয়েছিল কিনা, ও মাদকাসক্ত ছিল কিনা।

পুলিশের ঐ কর্মকর্তা নিহতের মায়ের বরাত দিয়ে বলেন, কফি খাওয়ার কথা বলে তার এক বন্ধু ফোন করে ডেকে নিয়ে গিয়েছিল সাহিদাকে। এর বেশি কিছু তিনি জানাতে পারেননি।

প্রকৃত ঘটনাটি কি ভাবে ঘটেছে, কেনই বা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে রাত ৩টায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর প্রকৃত ঘটনা বলা যাবে।