প্রচ্ছদ ›› অপরাধ

মিরপুরে রেস্টুরেন্ট থেকে জামায়াতকর্মী সন্দেহে আটক অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ ২০২৩ ১০:৩১:৩৪ | আপডেট: ২ years আগে
মিরপুরে রেস্টুরেন্ট থেকে জামায়াতকর্মী সন্দেহে আটক অর্ধশতাধিক

রাজধানীর মিরপুরের একটি রেস্টুরেন্ট থেকে জামায়াত ইসলামীর নেতাকর্মী সন্দেহে অর্ধশতাধিক মানুষকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার রাতে মিরপুরের দারুস সালাম থানার মিরপুর-১ ক্যাপিটাল মার্কেটের ‘ফোর সি’ নামে একটি রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।

পুলিশের দাবি, ‘যাকাত ব্যবস্থা’ শীর্ষক এক আলোচনা সভার নামে সেখানে দুরভিসন্ধিমূলক কার্যক্রম চলছিল বলে তাদের কাছে সংবাদ আসার পর তাদের আটক করা হয়েছে।

মিরপুর বিভাগের দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জামিনুর রহমান খান বলেন, ‘মিরপুর-১-এর ক্যাপিটাল মার্কেটের একটি রেস্টুরেন্টে রাষ্ট্রবিরোধী দুরভিসন্ধিমূলক কার্যক্রম চলছে এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের ব্যাপারে তথ্য যাচাই-বাছাই চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’