প্রচ্ছদ ›› অপরাধ

মেজর সিনহা হত্যা মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক
৩১ জানুয়ারি ২০২২ ১০:১৮:৩৪ | আপডেট: ৩ years আগে
মেজর সিনহা হত্যা মামলার রায় আজ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ। মেজর সিনহা হত্যার ৫৪৯ দিনের মাথায় আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হবে।

কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল এ হত্যা মামলার রায় ঘোষণা করবেন। রায়ে টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশসহ ১৫ আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছে রাষ্ট্রপক্ষ।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফরিদুল আলম বলেন, সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপসহ ১৫ জনের বিরুদ্ধে আমরা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করছি।

এদিকে, এ হত্যা মামলার প্রধান দুই আসামি প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীর সর্বোচ্চ সাজা চেয়েছে সিনহার পরিবার। এ রায় দেশে একটি মাইলফলক হয়ে থাকবে বলে প্রত্যাশা রাষ্ট্রপক্ষ ও সিনহার পরিবারের। বহুল আলোচিত এ হত্যা মামলার রায়ের অপেক্ষায় সিনহার পরিবারসহ দেশবাসী।

২০২০ সালের ৩১ জুলাই ঈদুল আজহার আগের রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এ কর্মকর্তা।

হত্যাকাণ্ডের চারদিন পর ৫ আগস্ট সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হত্যা মামলা করেন। মামলায় টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশসহ নয়জনকে আসামি করা হয়।