জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম মোশাররফ হোসেনের সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা এক নোটিশে এ হিসাব চাওয়া হয়। আগামী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী কমিশনে জমা দিতে বলা হয়েছে।
দুদকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামিদের অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে কমিশন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোশাররফ হোসেন ও তার পরিবারের স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য চেয়েছে দুদক। যদি তিনি সম্পদের তথ্য বিবরণী দাখিল করতে ব্যর্থ হোন তাহলে দুদক আইনের ২৬(২) ধারা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।