প্রচ্ছদ ›› অপরাধ

যাত্রী নিরাত্তায় লঞ্চে অভিযান

নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর ২০২১ ১৬:১০:৪৯ | আপডেট: ৩ years আগে
যাত্রী নিরাত্তায় লঞ্চে অভিযান
সংগৃহীত ছবি

ইঞ্জিন থেকে ডিজেল পড়া অগ্নি নির্বাপক যন্ত্র না থাকাসহ নানান অনিয়মের দায়ে ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী অন্তত চারটি লঞ্চের মাস্টারদের এক লাখ টাকা জরিমানা করেছে নৌপরিবহন অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে রাজধানীর সদরঘাট এ অভিযান চালানো হয়।

নৌপরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জানান, ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান ১০ লঞ্চের দুর্ঘটনার পর যাত্রীবাহী নৌ-যানের নিরাপত্তা নিশ্চিতে এ অভিযান চালানো হয়েছে।

তিনি জানান, সদরঘাট থেকে ছেড়ে যাওয়া বেশিরভাগ লঞ্চের ত্রুটি রয়েছে। তাই নৌ-যান অধ্যাদেশ ১৯৭৬ অনুযায়ী জরিমানা করা হচ্ছে। এর মধ্য জামাল ৫, সম্রাট ২, অ্যাডভেঞ্চার ৯ এবং ফারহান ৭ লঞ্চের ইঞ্জিন থেকে ডিজেল চুয়ে পড়ছিলো। যার কারণে যে কোনো সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

প্রকৌশলী ও জাহাজ জরিপ কারক মাহবুব রশিদ জানান, যে সব নৌ-যান নকশা ভেঙে ইঞ্জিন রুমের কাছে রান্নাঘর বানাবে তাদের ফিটনেস স্থগিত করা হবে।