প্রচ্ছদ ›› অপরাধ

রাজধানীতে দুর্বৃত্তদের হামলায় শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ ২০২৩ ০৯:৫৯:৪৮ | আপডেট: ২ years আগে
রাজধানীতে দুর্বৃত্তদের হামলায় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের হামলায় আব্দুল্লাহ আল সোহান (২৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে মনোয়ারা হাসাপাতালের সামনে এ ঘটনা ঘটে।

সোহান পটুয়াখালী জেলার বাউফল উপজেলার হাজীপাড়া গ্রামের ইউনুস খানের ছেলে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে বর্তমানে তিনি খিলগাঁও সিপাহীবাগ এলাকায় থেকে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সরোয়ার হোসাইন বলেন, ‘গুরুতর আহত অবস্থায় সোহানকে উদ্ধার করে প্রথমে মনোয়ারা হাসাপাতাল, সেখান থেকে মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘মরদেহটি উদ্ধার করে আইনি প্রকৃয়া শেষে রাত পৌনে একটান দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের বুকের উপরে লালচে দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। এছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কি না তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা প্রকৃয়াধীন রয়েছে।’