প্রচ্ছদ ›› অপরাধ

রাজধানীতে ২ ট্রেনের মাঝে পড়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০২৩ ১৩:০৬:৩৮ | আপডেট: ১ year আগে
রাজধানীতে ২ ট্রেনের মাঝে পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজধানীর কাওরানবাজারে সোমবার বিকালে দুই ট্রেনের মাঝে পড়ে ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত কাশেম মিয়া (৬০) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে ফার্মগেটের মনিপুরী পাড়ায় থাকতেন।

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফারুক আহমেদ বলেন, কাওরানবাজার মাছপট্টি এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কাশেম মিয়া মোবাইল ফোনে কথা বলছিলেন। হঠাৎ দুটি ট্রেনের মাঝখানে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পুলিশের এই কর্মকর্তা বলেন, নিহতের স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ তার স্ত্রী রেহেনা বেগম ও ছেলে জাকির হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে।