প্রচ্ছদ ›› অপরাধ

রাজনৈতিক অপশক্তি রুখতে বদ্ধপরিকর আমরা: র‌্যাব মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর ২০২২ ১৩:২৭:৪৬ | আপডেট: ২ years আগে
রাজনৈতিক অপশক্তি রুখতে বদ্ধপরিকর আমরা: র‌্যাব মহাপরিচালক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ‘রাজনৈতিক অপশক্তি রুখতে বদ্ধপরিকর আমরা। আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন কোনো অবস্থা সৃষ্টি হবে না।’

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে শুক্রবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‍্যাব মহাপরিচালক।

আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি পালানো আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলে স্বীকার করেছেন র‍্যাব মহাপরিচালক।

তিনি বলেন, ‘দুই জঙ্গি পালানো আমাদের ব্যর্থতা। আমাদের অভিযান চলছে। জঙ্গি তৎপরতা যেমন আছে, আমাদের অভিযানও আছে।’

সম্মেলনের নিরাপত্তা নিয়ে এম খুরশীদ হোসেন বলেন, সম্মেলনের সার্বিক দিক মনিটরিং করেছি। বিভিন্ন পয়েন্টে স্ট্রাইকিং ফোর্স, ডগ স্কোয়াড, বোম্ব ডিস্পোজাল, প্যাট্রোলিং টিম, কমান্ডো ফোর্স দায়িত্ব পালন করবে। সম্মেলনে আগতদের মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেক করা হবে।’