প্রচ্ছদ ›› অপরাধ

রাস্তার পাশ থেকে বাক্সবন্দি ২ নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি ২০২২ ১২:০৮:০৩ | আপডেট: ৩ years আগে
রাস্তার পাশ থেকে বাক্সবন্দি ২ নবজাতক উদ্ধার

রাজধানীর শাহবাগে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়কের পাশ থেকে ২ নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতক দু’টি একটি বাক্সে কাপড়ে মোড়ানো অবস্থায় ছিল।

রোববার ভোরে স্থানীয়দের ফোন পেয়ে শাহবাগ থানা পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করে। পুলিশ জানায়, নবজাতকগুলোর বয়স সর্বোচ্চ ১-২ দিন হবে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবউদ্দিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ গেটের বিপরীত পাশে ছবির হাট হতে টিএসসি যাওয়ার মাঝখানে রাস্তায় পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বাক্সে কাপড়ে মোড়ানো দু’টি নবজাতক পাওয়া যায়।

শাহাবউদ্দিন বলেন, হয়তো রাতের বেলা কেউ তাদের ফেলে যায়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।