প্রচ্ছদ ›› অপরাধ

রুমায় গুলি বিনিময়, সেনা সদস্য ও ৩ সন্ত্রাসী নিহত

নিজস্ব প্রতিবেদক
০৩ ফেব্রুয়ারি ২০২২ ১১:৪৬:৪০ | আপডেট: ৩ years আগে
রুমায় গুলি বিনিময়, সেনা সদস্য ও ৩ সন্ত্রাসী নিহত

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর টহল দলের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। এসময় উভয়পক্ষের গুলি বিনিময়ে সেনাবাহিনীর এক সদস্য ও তিন সন্ত্রাসী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বুধবার রাত পৌনে ১১টার সময় রুমার বথি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে জোন (২৮ বীর) এর রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সেনা টহল দলকে লক্ষ্য করে জেএসএস মূল দলের সদস্যরা গুলি চালায়। এ সময় সেনা সদস্যরাও পাল্টা গুলি চালালে এক সেনা কর্মকর্তা ও জেএসএস দলের তিনজন সদস্য মারা যান। এ ঘটনায় আহত এক সেনা সদস্যকে চট্টগ্রাম সিএমএইচে পাঠানো হয়েছে। 

নিহত সেনা কর্মকর্তার নাম মো. হাবিবুর রহমান। তিনি রুমা জোন (২৮) বীর রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার। আর আহত সেনার নাম মো. ফিরোজ। তিনি একই ক্যাম্পের সেনা সদস্য।

তবে জেএসএস (সন্তু) দলের নিহত সদস্যদের নাম-পরিচয় জানা যায়নি।