প্রচ্ছদ ›› অপরাধ

শাহজালালে ৮৯ লাখ টাকার স্বর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট ২০২২ ১৯:৪৫:৩৯ | আপডেট: ৩ years আগে
শাহজালালে ৮৯ লাখ টাকার স্বর্ণ জব্দ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৯ লাখ টাকা মূল্যের এককেজি ২১৬ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিমানবন্দর থেকে বাংলাদেশে আসেন অভিযুক্ত যাত্রী। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

আটককৃতের নাম মো. শাহ আলম। তার গ্রামের বাড়ি ফেনী জেলায়। অভিযুক্তর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা কাস্টম হাউস সূত্রে জানা গেছে, এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে শারজাহ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন শাহ আলম। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার কাছে সোনা আছে কিনা জানতে চাইলে তিনি অস্বীকার করেন। পরে তাকে চ্যালেঞ্জ করে ব্যাগ স্ক্যানিং করলে ভেতরে সোনা পাওয়া যায়।

জব্দকৃত স্বর্ণের পরিমাণ এককেজি ২১৬ গ্রাম। এর মধ্যে স্বর্ণালংকারসহ রয়েছে ৭টি সোনার বার। যার বাজারমূল্য আনুমানিক ৮৯ লাখ টাকা।