প্রচ্ছদ ›› অপরাধ

সচিব পরিচয়ে প্রতরণা, চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২২ ১৪:৪৭:৫৫ | আপডেট: ৩ years আগে
সচিব পরিচয়ে প্রতরণা, চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৫

সচিব পরিচয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেয়ার প্রলোভনে অর্থ আত্মসাৎ করার অভিযোগে রাজধানীতে একটি চক্রের মূলহোতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

মঙ্গলবার র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়ক মোঃ ফজলুল হক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সংঘবদ্ধ একটি প্রতারক চক্র সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে বেকার যুবক-যুবতীদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এমন অভিযোগেরে ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল অভিযান শুরু করেন।

র‌্যাব জানায়, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল রাজধানীর শেরেবাংলানগর ও খামারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এ চক্রের মূলহোতাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ শিবলু নোমান চৌধুরী (৩৯), মোঃ আমীর হোসেন (৩৪), মোঃ রফিকুল ইসলাম (৫৪), মোঃ জিল্লুর রহমান (৫৫), মোঃ মনির হোসেন (২৪)।

এই সময় তাদের কাছ থেকে, চাকরিতে যোগদান সংক্রান্ত ভূয়া অফিস আদেশের ১টি বই, বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প লেখা ১টি খাম, সেনাবাহিনী (জাল) লেখা আইডি কার্ড ২টি এবং প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করে। দীর্ঘদিন ধরে বিজ্ঞাপনের মাধ্যমে শিক্ষিত ও বেকার যুবক-যুবতীদের চাকুরী প্রদানের জন্য আকৃষ্ট করতো তারা। পরবর্তীতে চাকরি প্রত্যাশীদেরকে ভুয়া নিয়োগপত্র প্রদান করে ৪ থেকে ৫ লক্ষ টাকা আত্মসাৎ করে নিতো।

এছাড়াও, গ্রেপ্তারকৃত আসামী মোঃ শিবলু নোমান চৌধূরী একটি প্রতিষ্ঠানের এমডি বা সচিব পরিচয়ে চাকরি প্রত্যাশীদের সাথে প্রতারণা করতো।

আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-২।