প্রচ্ছদ ›› অপরাধ

সাবেক এমপি গোলাম মাওলা রনির অবৈধ ভবন উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই ২০২২ ২০:১১:৫৫ | আপডেট: ৩ years আগে
সাবেক এমপি গোলাম মাওলা রনির অবৈধ ভবন উচ্ছেদ

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি দ্বিতল ভবন উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার উলানিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল কাইয়ুম।

সরেজমিনে দেখা যায়, আজ সন্ধ্যা পর্যন্ত গোলাম মাওলা রনির ভবনের সামনের অংশ ভাঙা হয়েছে। পুরো ভবনটি ভাঙতে আরও দুই-তিন দিন লাগবে। এ সময় উলানিয়া বাজারের মোট ২০টি স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ম্যাজিষ্ট্রেট আবদুল কাইয়ুম বলেন, এখানে কোনো বিশেষ ব্যক্তির স্থাপনা নয়, উলানিয়া বাজারে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় এর আগে তাদের একাধিকবার নোটিশ প্রদান করা হয়েছিল। স্থাপনা সরিয়ে না নেয়ায় আজ উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে।

উচ্ছেদের সময় গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার ও গলাচিপা উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা আশিষ কুমার উপস্থিত ছিলেন।