রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও হত্যার ঘটনায় করা মামলায় আজ সোমবার (৩০ অক্টোবর) রায় ঘোষণা করবেন হাইকোর্ট।
বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে রায় ঘোষণার জন্য দিন ঠিক করেন।
২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে সবাইকে জিম্মি করে জঙ্গিরা। পরে ২০ জনকে হত্যা করে। নিহতদের মধ্যে ইটালির ৯ জন, জাপানের ৭ জন, ভারতের একজন ও ৩ জন বাংলাদেশি। জিম্মিদের মুক্ত করতে অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের বোমা হামলায় নিহত হন মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দিন।
এ ঘটনায় করা মামলায় ২০১৯ সালের ২৭ নভেম্বর বিচারিক আদালত নব্য জেএমবির সাত সদস্যের মৃত্যুদণ্ডাদেশ দেন। বিচারিক আদালতের রায়সহ মামলার নথিপত্র ২০১৯ সালে হাইকোর্টে পাঠানো হয়। মে মাসে রাষ্ট্রপক্ষ শুনানি শুরু করে। ১১ই অক্টোবর শুনানি শেষে হাইকোর্ট রায়ের দিন ঠিক করেন।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন জানিয়েছেন, বিচারিক আদালতের দেওয়া রায় বহাল থাকবে বলে তারা আশা করছেন