প্রচ্ছদ ›› অপরাধ

২১ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না জামালের

নিজস্ব প্রতিবেদক
১১ আগস্ট ২০২২ ১৫:২০:৪৯ | আপডেট: ৩ years আগে
২১ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না জামালের

২১ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না অস্ত্র মামলায় ১৭ বছর কারাদণ্ড পাওয়া জামাল হোসেনের।

বুধবার রাতে মুন্সীগঞ্জের গজারিয়া থানার বালুয়াকান্দি রায়পুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের আদমজীনগর র‍্যাব-১১-এর মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জামাল হোসেনের বিরুদ্ধে ২০০১ সালে ফতুল্লা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়। এরপর গ্রেপ্তার এড়াতে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে তিনি মুন্সীগঞ্জের গজারিয়ায় বসবাস শুরু করেন। পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ২০১৬ সালে আদালত তাকে ১৭ বছরের কারাদণ্ড দেন।

এ ছাড়া জামাল হোসেনের বিরুদ্ধে মুন্সীগঞ্জের গজারিয়া ও নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দুটি মাদকের মামলা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।