প্রচ্ছদ ›› অপরাধ

২৭ কোটির রোলস রয়েস পেতে গুনতে হবে ৮৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর ২০২২ ২১:১১:৩৭ | আপডেট: ২ years আগে
২৭ কোটির রোলস রয়েস পেতে গুনতে হবে ৮৫ কোটি টাকা

আলোচিত রোলস রয়েস গাড়িটি আমদানিতে চোরাচালানের তথ্য প্রমাণ পেয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এ কারণে গাড়ি আমদানিকারক জেড এন্ড জেড ইনটিমেটস মোট ৫৭ কোটি টাকা অর্থদন্ড ও জরিমানা করেছে কাস্টমস হাউস।

গত ১২ অক্টোবর এ সংক্রান্ত রায় দেন কাস্টমস কমিশনার মোহম্মদ ফয়জুর রহমান। 

আদেশে বলা হয়, গাড়িটি জিম্মায় নিতে হলে জরিমানা ও অর্থদন্ডের পাশাপাশি শুল্ক বাবদ আরও প্রায় ২৮ কোটি টাকা রাষ্টের অনুকূলে জমা দিতে হবে। অর্থাৎ গাড়িটি নিজের জিম্মায় নিতে হলে আমদানিকারককে ৮৫ কোটি টাকা দিতে হবে।

৩০ দিনের মধ্যে এ টাকা দিতে প্রতিষ্ঠানটিকে নির্দেশ দিয়েছে কাস্টমস হাউস।

তৈরি পোশাক খাতের শীর্ষ উদ্যোক্তা অনন্ত গ্রুপ গত এপ্রিলে ৬ হাজার ৭৫০ সিসির একটি রোলস রয়েস গাড়িটি আমদানি করে। শুল্কায়ন না করেই নিজের জিম্মায় নেয়ার অভিযোগে গাড়িটি গুলশান থেকে জব্দ করে শুল্ক গোয়েন্দা। এরপর মামলা করে চট্টগ্রাম কাস্টমস হাউসে। যার রায় দেয়া হয় ১২ অক্টোবর।