প্রচ্ছদ ›› অপরাধ

৩০ হাজার ইউএস ডলারসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই ২০২২ ১২:৩৮:০০ | আপডেট: ৩ years আগে
৩০ হাজার ইউএস ডলারসহ নারী আটক

বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনাল চেকপোস্ট থেকে ৩০ হাজার মার্কিন ডলারসহ জেরিন সুলতানা (৩৮) নামে এক নারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার বেনাপোল বন্দরের প্যাচেনজার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা। আটক জেরিন সুলতানা আশুলিয়া সাভার এলাকার নাজিম উদ্দিনের মেয়ে।

৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি এক নারী বিপুল পরিমাণ আমেরিকান ডলার নিয়ে পাসপোর্ট যোগে বাংলাদেশে প্রবেশ করবে।

এমন সংবাদের ভিত্তিতে অধিনায়কের নির্দেশে আইসিপি ক্যাম্পের সদস্যরা একটি বিজিবি টহল দল প্যাচেনজার টার্মিনালের সামনে অভিযান চালায়। পরে বিকাল ৫টার দিকে ওই নারী প্যাচেনজার টার্মিনালের সামনে আসলে তাকে ক্যাম্পে নিয়ে তার দেহ তল্লাশি করে ৩০ হাজার আমেরিকান ডলার পাওয়া যায়।

তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।