প্রচ্ছদ ›› অপরাধ

৮০০ কোটি টাকা আত্মসাত: ফের রিমান্ডে ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল

নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২২ ১৯:১৪:০০ | আপডেট: ২ years আগে
৮০০ কোটি টাকা আত্মসাত: ফের রিমান্ডে ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামের ফের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গ্রাহকের ৮০০ কোটি টাকা আত্মসাতের মামলায় দু’দিনের রিমান্ড শেষে শুক্রবার তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর ফের ১৩ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম।

গ্রাহকের ৮০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চলতি মাসের শুরুতে শাহবাগ থানায় এ মামলা করা হয়। মামলার পর তাকে গ্রেফতার করে পুলিশ।