প্রচ্ছদ ›› অপরাধ

অনুমোদনহীন চকলেটের ছিল না মেয়াদও

নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২২ ১৮:২৮:১৪ | আপডেট: ১ year আগে
অনুমোদনহীন চকলেটের ছিল না মেয়াদও

মেয়াদোত্তীর্ণ রং ও ফ্লেভার ব্যবহার করে অনুমোদনহীন চকলেট তৈরি করায় গ্রীন৯ কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার রাজধানীর উত্তরখানের উজামপুর এলাকায় অভিযানের সময় প্রতিষ্ঠানটির চকলেটের ওজনেও কম পায়।
অভিযানের সময় দেখা যায়, চকলেটের বক্সের গায়ে মেয়াদ থাকলেও ভেতরে থাকা চকলেটের মোড়কের তারিখ অনুযায়ী তা মেয়াদোত্তীর্ণ। আবার মোড়কের গায়ে ওজন ১০ গ্রাম লেখা থাকলেও বাস্তবে সেটা ৫ দশমিক ৬৫ গ্রাম।

জরিমানার পাশাপাশি কেন প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে সশরীরে উপস্থিত হয়ে আগামী সাতদিনের মধ্যে ব্যাখ্যা দেওয়ার জন্য অধিদপ্তরে গ্রীন৯ কোম্পানি কর্তৃপক্ষকে তলব করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম।

আব্দুল জব্বার মন্ডল বলেন; কোম্পানির বিভিন্ন রকমের চকলেট তৈরিতে মেয়াদোত্তীর্ণ রং, ফ্লেভার ব্যবহার করা হতো। আরও কিছু রং ও ফ্লেভারের মোড়কের গায়ে লেবেল নেই। আবার চকলেটের বাক্সের গায়ে উৎপাদনের তারিখ ২৮-৯-২০২২ থাকলেও ভেতরে চকলেটের গায়ে ২৫-০৫-২০২২ লেখা। এসব চকলেট তৈরি হচ্ছিলও অস্বাস্থ্যকর পরিবেশে।

তিনি বলেন, তারা আরও চতুরতার আশ্রয় নিয়েছেন। চকলেটের মোড়কের গায়ে ওজন ১০ গ্রাম লেখা থাকলেও বাস্তবে পাওয়া যায় ৫ দশমিক ৬৫ গ্রাম। তাদের ডিউ ও ভেগান নামের চকলেট তৈরির স্বপক্ষে বিএসটিআইয়ের কোনো লাইসেন্স নেই।