প্রচ্ছদ ›› অপরাধ

অবরোধের তৃতীয় দিনে রাজধানীতে বাসে আগুন, ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
০২ নভেম্বর ২০২৩ ১০:২৪:০১ | আপডেট: ১ year আগে
অবরোধের তৃতীয় দিনে রাজধানীতে বাসে আগুন, ককটেল উদ্ধার
ফাইল ফটো

বিএনপির ডাকা অবরোধের আজ তৃতীয় এবং শেষ দিন চলছে। উত্তরায় একটি বাসে আগুনের ঘটনা ও নীলক্ষেতে ককটেল উদ্ধারের ঘটনা ঘটেছে। তবে গত দুই দিনের মতো আজ সকালেও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। সেখানে কড়া পাহারায় রয়েছেন পুলিশ সদস্যরা।

পল্টন ও কাকরাইল এলাকায় দুই দিকের সড়ক খোলা থাকায় নির্বিঘ্নে চলাচল করছে যানবাহন। দেশজুড়ে ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। রাজধানী থেকে যথাসময়ে ছেড়েছে প্রায় সবগুলি ট্রেন।

তবে দেশজুড়ে অবরোধের তৃতীয় দিনেও দূরপাল্লার বাস সার্ভিসে নেই যাত্রীদের উপস্থিতি। ছাড়ছে না কোনো বাস। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে মহাখালি ও গাবতলী বাস টার্মিনালে এ চিত্র দেখা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, অবরোধ আতঙ্ক ও যাত্রীশূন্যতায় মালিকরা বাস ছাড়ছেন না। শ্রমিকরা অলস সময় কাটাচ্ছে।

রাজধানীর উত্তরায় বাসে আগুন দিয়ে আতঙ্ক ছড়ানোর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে পরিস্থান পরিবহণের একটি বাসে আগুন দেন অবরোধকারীরা। যদিও আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নীলক্ষেত এলাকা থেকে বৃহস্পতিবার সকালে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিরাপদ বিস্ফোরণ ঘটিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।

পুলিশ জানিয়েছে, নীলক্ষেত থানার পাশের নীহারিকা ভবনের সামনের চৌরাস্তায় তিনটি ককটেল পাওয়া যায়। নীলক্ষেত থেকে মোটরসাইকেলযোগে হেলমেট পরিহিত দুই ব্যক্তি এসে ককটেলগুলো নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

গত শনিবারের মহাসমাবেশ পণ্ড এবং সেখানে পুলিশি হামলার প্রতিবাদে রোববার (২৯ অক্টোবর) সারা দেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যার হরতাল পালিত হয়েছে। এরপর গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষণা করেন, ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা অবরোধ পালন করবে বিএনপি ও এর শরিক গণতন্ত্র মঞ্চ।