অর্থ পাচার মামলায় আলোচিত ঢাকার বাড্ডা এলাকা থেকে অর্থ, অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার মনির হোসেন ওরফে ‘গোল্ডেন ’ মনিরের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
জামিন আবেদন প্রত্যাহার চেয়ে তার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আদালত তার জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দেন। একইসঙ্গে তিন মাসের মধ্যে মামলাটির তদন্তকাজ শেষ করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে মনিরের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
পরে আমিন উদ্দিন মানিক বলেন, গত বছর ১৫ ডিসেম্বর আদালত জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন। এ রুল শুনানির সময় তদন্ত কর্মকর্তা হাজির হতে বলেন আদলত।
আজ তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মোহম্মদ ছাদেক আদালতে উপস্থিত হয়ে বলেন, এ মামলায় সম্পত্তি সংক্রান্ত অনেক বিষয় আছে। তাই দলিল সংগ্রহ করতে হচ্ছে। এ কারণে তদন্ত প্রতিবেদন দিতে আরও তিন মাসের মতো সময় প্রয়োজন। এরপর আদালত তিন মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন শেষ করার নির্দেশ দেন।
গোল্ডেন মনিরসহ ১০ জনকে আসামি করে গত বছরের ১১ মে সিআইডির পরিদর্শক মো. ইব্রাহিম হোসেন বাড্ডা থানায় অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করেন। এতে বলা হয়, গোল্ডেন মনিরের মোট ৭৯১ কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে।