প্রচ্ছদ ›› অপরাধ

অস্ট্রেলিয়ান ইউটিউবারকে হেনস্তা করা সেই ভিক্ষুক আটক

নিজস্ব প্রতিবেদক
০৩ এপ্রিল ২০২৩ ১৩:৫২:০৫ | আপডেট: ২ years আগে
অস্ট্রেলিয়ান ইউটিউবারকে হেনস্তা করা সেই ভিক্ষুক আটক
আটক সেই ভিক্ষুক আব্দুল কালু

ঢাকায় আগত অস্ট্রেলীয় ইউটিউবার-ভ্লগার লুক ডামান্তকে হেনস্তা করা আব্দুল কালু নামের এক ভিক্ষুককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

সোমবার আটকের বিষয়টি নিশ্চিত করেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) নাদিয়া ফারজানা।

তিনি বলেন, ‘আমরা প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছি যেন বিদেশি পর্যটক আসে আমাদের দেশে। আর সবকিছু ভণ্ডুল করার জন্য কিছু লোক বসে আছে। এজন্যই সকল সচেতন মানুষকে খেয়াল রাখতে হবে যেন আমাদের চোখের সামনে কেউ কোনো বিদেশি পর্যটককে যন্ত্রণা না দেয়। বিদেশি পর্যটকদের আমাদের এখানে আসা যে কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে হবে।’

ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, ‘ডিস্টার্ব করার জন্য পল্টন থেকে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

এদিকে, তাকে গ্রেপ্তার করায় ট্যুরিস্ট পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন লুক ডামান্ট। তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ খবর জানিয়ে লিখেছেন, সকল দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশকে বিশেষ ধন্যবাদ।

তিনি বলেন, ‘এই ভিডিওটি পোস্ট করার পর থেকে, আমি বাংলাদেশের জনগণের কাছ থেকে ১০০০টির মতো বার্তা পেয়েছি। তারা আমার অভিজ্ঞতার জন্য দুঃখ প্রকাশ করেছে।’