প্রচ্ছদ ›› অপরাধ

আগুন সন্ত্রাস রুখে দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: আইজিপি

নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২২ ১৭:৪৮:৩২ | আপডেট: ১ year আগে
আগুন সন্ত্রাস রুখে দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন; আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা বাহিনী তা রুখে দিতে প্রস্তুত রয়েছে।

বুধবার দুপুরে রাজশাহী পুলিশ লাইন্সে মাদক ও সন্ত্রাসবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আইজিপি বলেন; মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। পুলিশ বাহিনীতে কোনো মাদকসেবীর চাকরি হবে না। এমন কি সরকারি কোনো চাকরিই তাদের হবে না। তাই কোনো চাকরিপ্রার্থী মাদকাসক্ত কিনা তা যাচাইয়ে ডোপ টেস্ট করা হচ্ছে। সভা-সমাবেশের মাধ্যমে সচেতন করে মাদক ব্যবসায়ীদের ভাল পথে ফিরে আসার অনুরোধ জানানো হচ্ছে। কিন্তু এতেও যদি তারা মাদক পরিহার না করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় পুলিশের কোনো গাফিলতি ছিল নাকি তা তদন্তের পর আমরা জানতে পারবো। এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি কাজ করছে। প্রতিবেদন হাতে পেলে ঘটনাটি সম্পর্কে পরিষ্কার হওয়া যাবে।’

রাজশাহী বিভাগের বিভিন্ন থানায় একের পর এক ককটেল উদ্ধারের বিষয়ে আইজিপি বলেন,‘এ ঘটনায় আমরা আভিযান চালাচ্ছি। যেখানে যা পাচ্ছি, উদ্ধার করছি। তবে পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’